আমাদের কথা
রাজবাড়ী রহমানিয়া আলিম মাদ্রাসা বনভেটি,শাজাহানপুর, বগুড়া
সংক্ষিপ্ত ইতিহাস
রাজবাড়ী রহমানিয়া আলিম মাদ্রাসাটি বগুড়া জেলার অন্তর্গত শাজাহানপুর উপজেলাধীন ৬ নং খরনা ইউনিয়ন এর বাঁশবাড়িয়া মৌজায় এক একর জমির উপর ১৯৭৫ ইংরেজি সালে দাখিল মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে। প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয় 12 জন শিক্ষক দ্বারা মাদ্রাসাটি পরিচালিত হয় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় শিক্ষকদের মাসিক বেতন সহ অন্যান্য কার্যাদি পরিচালনা করেন। উক্ত মাদ্রাসাটি ১৯৮১ ইংরেজি সাল হতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পে অর্ডারের মাধ্যমে সরকারি অনুদান প্রদান করেন। ১৯৮৫ ইংরেজি সালে ০১/০৬/ ১৯৮৫ ইংরেজি তারিখ এমপিও ভুক্ত হয়। এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় মাদ্রাসাটি ১৯৯৪ ইংরেজি সালে আলিম পর্যায়ে উন্নীত হয় এবং ০১/০২/১৯৯৬ ইংরেজি তারিখ হতে মাদ্রাসাটি এমপিও ভুক্ত হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য
লক্ষ্য: শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না। মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে শিক্ষা মানবজাতির জন্য এসেছে। শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ শিক্ষার মাধ্যমেই যে কোন জাতি উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হয়। তাই এলাকার শিক্ষা অনুরাগীগণ শিক্ষার বিস্তার ঘটানোর জন্য অত্র রাজবাড়ী রহমানিয়া আলিম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
উদ্দেশ্য: শিক্ষার মাধ্যমে দেশকে উন্নত করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব শিক্ষাই হলো মানব কল্যাণের প্রথম ধাপ শিক্ষা ছাড়া কোন জাতি তার সঠিক পরিচয় দিতে পারে না। সুতরাং শিক্ষা মানুষের জীবনের সাথী শিক্ষার জন্য বইকে সবচেয়ে বড় বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। তবেই তার জীবন উন্নত হবে। বিধায় শিক্ষার আলো সারা পৃথিবী সহ বাংলাদেশে বিস্তার করে গোটা দেশবাসীকে নিরক্ষর মুক্ত করতে হবে এটাই হলো শিক্ষার মূল উদ্দেশ্য।